• রেজি: রাজ- ২৯৮
  • ২০ এপ্রিল ২০২৪
  • শনিবার
  • ৬ বৈশাখ ১৪৩১
  • ১০ম বর্ষ
  • সংখ্যা ১১৩
  • মূল্য ৩ টাকা

ক্যাটাগরি

আর্কাইভ

ভিডিও গ্যালারি

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি

পলককে ‘রকস্টার প্রতিমন্ত্রী’ বলে অভিহিত করলেন সালমান এফ রহমান

প্রকাশিত:

Spread the love

চলনবিল ডেক্সঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ‘রকস্টার প্রতিমন্ত্রী’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ ‍উপদেষ্টা সালমান এফ রহমান।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বেসিস সফটএক্সপো-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে সালমান এফ রহমান প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সম্পর্কে এ মন্তব্য করেন।


তিনি বলেন, ‘পলক আর আমি ১২ থেকে ১৩টা প্রোগ্রামে একসাথে অতিথি হয়ে গিয়েছি। পলক যেখানে বিশেষ অতিথি, আমি সেখানে প্রধান অতিথি। পলক যখন বক্তব্য দেয় তখন আমি তাকে মনোযোগ দিয়ে শুনি। তার বক্তব্য থেকে অনেক কিছু শেখা যায়, নতুন কিছু জানা যায়।’

তিনি আরও বলেন, আমি পলকের কথার সঙ্গে একমত— প্রধানমন্ত্রী তাকে এ জন্যই প্রতিমন্ত্রী বানিয়েছেন যেন যারা আইসিটি ভালো জানেন তাদের সবাইকে নিয়ে কাজ করতে পারে সে (পলক)।


‘আমাদের সবার সম্মিলিত আইসিটির যে জ্ঞান, পলকের একার জ্ঞান তার চেয়েও বেশি,’ যোগ করেন তিনি।


তার মতে, ‘আজকে আইসিটি সেক্টরে পলিসি সাপোর্ট লাগবে। গার্মেন্টস শিল্প এত দূর যাওয়ার পেছনে পলিসি অনেক বড় রোল প্লে করেছে। আইসিটি সেক্টরে উন্নতির জন্য পলিসি সাপোর্ট সবচেয়ে বেশি দরকার।

সালমান এফ রহমান বলেন, ‘সাইবার সিকিউরিটি, রোবটিক্স এসবে আমাদের এক্সপার্ট প্রয়োজন। তবে সবাইকে কিন্তু আবার এক্সপার্ট বানানো যাবে না। কোডিং সবাইকে শেখানো যায়, প্রোগ্রামার সবাইকে বানানো যায়; তবে সবাইকে কিন্তু রোবটিক্স, সাইবার সিকিউরিটি কিংবা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের এক্সপার্ট বানানো যায় না।’


তিনি বলেন, ‘একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির সমন্বয় অনেক গুরুত্বপূর্ণ। সরকার, শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এই তিনটির মধ্যে সমন্বয়ে বেসিস ভূমিকা রাখতে পারে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন