• রেজি: রাজ- ২৯৮
  • ২০ এপ্রিল ২০২৪
  • শনিবার
  • ৬ বৈশাখ ১৪৩১
  • ১০ম বর্ষ
  • সংখ্যা ১১৩
  • মূল্য ৩ টাকা

ক্যাটাগরি

আর্কাইভ

ভিডিও গ্যালারি

বিজ্ঞাপন

দেশজুড়ে

সিংড়ায় মাছ ধরার উৎসব

প্রকাশিত:

Spread the love

স্টাফ রিপোর্টার:

নাটোরের সিংড়ার নাগর নদে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার হাউরি উৎসব শুরু হয়েছে।

শনিবার উপজেলার খরসতি এলাকায় এই উৎসবে অংশ গ্রহণ করেন এলাকার প্রায় ১৫ গ্রামের মানুষ। আর স্বল্প সময়ের মধ্যেই উৎসবটি হৈ-হুল্লোাড় উৎসবে পরিণত হয়। চাকজাল মাছ ধরে উৎসব করতে দেখা যায়।

এসময় এই উৎসব দেখতে নদের পাড় জুড়ে ভীড় জমায় সকল বয়সের নারী-পুরুষেরা। কিন্তু কালের বিবর্তনে আগের মতো মাছ না থাকলেও জনতার মাঝে উৎসবের যেন কোন কমতি নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন